চট্টগ্রামে আগুনে পুড়ে তিন জন নিহত

চট্টগ্রামে আগুনে পুড়ে তিন জন নিহত

বিবিসিনিউজ২৪ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার একটি আবাসিক বাড়িতে মশার কয়েল থেকে আগুন লেগে দুই সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১ জন।

গতকাল রোববার ভোর ৪টা ৫০ মিনিটে বায়েজিদ থানার পূর্ব শহীদনগরে দেলোয়ার কোম্পানির বাড়িতে আগুন লাগার এ ঘটনায় নূর নাহার বেগম (৩০) ও তার দুই সন্তান ফারিয়া (৩) ও মারুফের (১) মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা কামরুজ্জামান জানান, আধাপাকা বাড়িতে ৬ কক্ষের টিনশেড বাড়িটি দেলোয়ার কোম্পানির। নিম্নবিত্তরা সেখানে বসবাস করে। তাদের সঙ্গে থাকতেন নূর নাহার বেগম (৩০)। নিহতের স্বামী একজন সিএনজি অটোরিকশা চালক।

হিট অফিসারের পদটা ধারাবাহিক থাকুক: বুশরা

ইসলামী প্রশ্ন উত্তর: কবরের আযাব কি কারণে হয়?

আন্তর্জাতিক: ট্রেনের লাউডস্পিকারে হিটলারের বক্তৃতা, গ্রেফতার ২

অগ্নিকাণ্ডের সময় তিনি বাইরে ছিলেন। আগুন লাগার পর ৬-৭ মিনিট পর টের পান পাশের রুমে থাকা ইমাম উদ্দিন (২৩)। তিনি নিহত নূর নাহার বেগমের ভাই। টের পেয়ে তৎক্ষণাৎ বোন এবং ভাগ্নেদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই বাচ্চাসহ মায়ের মৃত্যু হয়। এ ঘটনায় ইমাম উদ্দীনও আহত হন। তবে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেছেন।’

তিনি আরও বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে সড়ক সরু হওয়ায় শুধুমাত্র একটি গাড়ি দিয়েই আগুন নিয়ন্ত্রণের কাজ চলে। প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায় মশার কয়েলের আগুন বিদ্যুতের তারে লেগে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাড়ির ৬টি কক্ষই পুড়ে যায়।’

এ প্রসঙ্গে চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দীন বলেন, ‘বায়েজিদে আগুনে পুড়ে যাওয়া শিশুসহ ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুই শিশু ও মায়ের অবস্থা সংকটাপন্ন ছিল। তিন জনের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটায় নূর নাহার মারা যান। পরে ৯টার দিকে তার দুই সন্তানই মারা যায়। আহত ১ জনের ৫ শতাংশ পুড়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top