গাউছিয়া কমিটি মালয়েশিয়া শাখার ঈদ পূর্ণমিলনী

0
283
গাউছিয়া কমিটি মালয়েশিয়া শাখার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান
গাউছিয়া কমিটি মালয়েশিয়া শাখার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান

গাউছিয়া কমিটি মালয়েশিয়া শাখার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা,বিবিসিনিউজ২৪ ডেস্ক: গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার উদ্যাগে গত ৭ মে রবিবার কুয়ালালামপুরের কেপংয়ের একটি সুরাওতে আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান গাউসিয়া কমিটি মালয়েশিয়া শাখার সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্ব দাওয়াতে খায়র সম্পাদক হাফেজ মুহাম্মদ ইসমাইল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইউনিভার্সিটি অব মালায়ার পিএইচডি গবেষক মাওলানা মুহাম্মদ হোসাইন আজহারী।

প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইমদাদুল হক সবুজ। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা নাজমুল ইসলাম বাবুল, কবি জাহাঙ্গীর, জাকির হোসাইন। বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি মালয়েশিয়া শাখার সহ সভাপতি মুহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাঈম উদ্দিন। গোলাম মোস্তফা, টুকু সরদার, তারেক চৌধুরী, জামাল, ইব্রাহিম টিপু, সোহেল, জাকারিয়া, তাজ উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামাআত আদর্শে পরিচালিত একমাত্র ত্বরিকত সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের কার্যক্রমকে মালয়েশিয়ার সর্বত্রে ছড়িয়ে দিয়ে দ্বীন ও মাজহাব মিল্লাতের খেদমতকে আরও বেগমান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মুর্শিদে বরহক্বের নির্দেশের প্রতি আস্থাশীল এবং তারঁ বাতলানো পথে নিবেদিত হয়ে নবী প্রেমিক এবং খোদাপ্রাপ্তির পথ সুগম করার অনুশীলনে নিরলসভাবে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে, দেশ ও প্রবাসের সকল মুসলিম উম্মাহর শান্তি কল্যান কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.