ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম-কক্সবাজারে সব ফ্লাইট বন্ধ

0
223
ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম-কক্সবাজারে সব ফ্লাইট বন্ধ
ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম-কক্সবাজারে সব ফ্লাইট বন্ধ

ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম-কক্সবাজারে সব ফ্লাইট বন্ধ

বিবিসিনিউজ২৪ ডেস্ক: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মাখা’ চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকা অতিক্রম করবে। এ কারণে যাত্রীদের নিরাপত্তা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ শনিবার (১৩ মে) ভোর ৬টা থেকে আগামীকাল রোববার (১৪ মে) মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর এবং ১৩ মে সকাল ৭টা থেকে ১৪ মে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করেছে।

বিমান যাত্রীদের পরবর্তী ফ্লাইট পুনর্নির্ধারণের জন্য নিকটস্থ বিমান অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আসা বিদেশি যাত্রীদের আগামী ১৩ ও ১৪ মে যত দ্রুত সম্ভব চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন:

ঘূর্ণিঝড় মোখা : কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত

এছাড়া ১৩ ও ১৪ মে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে বিদেশগামী যাত্রীরা যদি ঢাকা থেকে তাদের নির্ধারিত ফ্লাইটে গমন করতে চান তাহলে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রার সময়ের কমপক্ষে ৫ ঘণ্টা আগে রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান।

প্রাকৃতিক এই দুর্যোগের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুঃখ প্রকাশ করেছে।

শনিবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.