শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কালীপুরে প্রতিবাদ সমাবেশ

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কালীপুরে প্রতিবাদ সমাবেশ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও হুমকির প্রতিবাদে কালীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অদ্য ২৪ মে, বিকাল ৪ ঘটিকায় কালিপুর ইউনিয়নে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃত্ব দেন কালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান সমিতির সভাপতি এ্যাডভেকোট আ ন ম শাহাদাত আলম। মিছিলটি কালিপুর ইউনিয়ন প্রদক্ষিণ করে রামদাস মুন্সির হাটে এসে শেষ করে।

চেয়ারম্যান অ্যাডভোকেট শাহাদাত বলেন-শেখ হাসিনাকে হত্যার হুমকি বাংলার জনগণ কখনো মেনে নিবে না। আপনারা আমার নেত্রীকে হত্যার হুমকি দিবেন আর আমরা মুজিব সেনারা হাত গুটিয়ে বসে থাকব, এটা হতে পারে না। আপনারা কল্পনার জগতে বসবাস করছেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলম।

হিট অফিসারের পদটা ধারাবাহিক থাকুক: বুশরা

বায়ুদূষণের প্রথমে দিল্লি, তৃতীয় অবস্থানে ঢাকা

আন্তর্জাতিক: ট্রেনের লাউডস্পিকারে হিটলারের বক্তৃতা, গ্রেফতার ২

আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, ফরেস্ট কলেজ ছাত্রলীগের যগ্ম আহবায়ক এস এম আরিফুল হক, কালিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ইমন, যুবলীগ নেতা মো: করিম, ছাত্রনেতা শাহাদাত হোসেন আরাফাত, ছাত্রনেতা মাসুদূর রহমান রানা, যুবলীগ নেতা শাহাব উদ্দীন, নুর হোসেন, ছাত্রনেতা মোঃ রমজান প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top