মিশর-ফ্রান্স-জর্ডান গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে
আন্তর্জাতিক ডেস্ক :
মিশর, ফ্রান্স ও জর্ডান গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হামাসের হাতে জিম্মি মানুষদের মুক্তির আহ্বান জানানো হয়। শনিবার মিশরের রাজধানী কায়রোতে তিন দেশের কূটনীতিকদের মধ্যে বৈঠকের পর তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানায়। খবর আল জাজিরার।
একটি যৌথ সংবাদ সম্মেলনে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টেফান সেজার্ন বলেছেন যে তার সরকার যুদ্ধের একটি রাজনৈতিক নিষ্পত্তির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশ করবে।
তিনি বলেন, এতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের সমস্ত মানদণ্ড অন্তর্ভুক্ত থাকবে। দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা চালানো হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এর বিরোধিতা করে আসছে।
এদিকে গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার মিডিয়া অফিসের মতে, ইসরায়েল হাসপাতালের রোগী, যুদ্ধে বাস্তুচ্যুত মানুষ এবং চিকিৎসাকর্মীসহ ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। ইসরায়েলি সেনারা ১৩ দিন ধরে সেখানে অভিযান চালাচ্ছে। খবর আল জাজিরার।
অক্টোবরের ৭ তারিখে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সীমান্তে ঢুকে অতর্কিত হামলা চালায়। এরপর গাজায় হামলা চালায় ইসরাইল। গাজার উত্তর, দক্ষিণ বা মধ্যাঞ্চলের কোনো এলাকাই ইসরায়েলি দখল থেকে রেহাই পায়নি। পুরো গাজা এখন ধ্বংসস্তূপের স্তূপ। সেখানকার অধিকাংশ মসজিদ, বাড়িঘর ও ভবন ধ্বংস হয়ে গেছে।
৭ই অক্টোবর থেকে, ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৩২,৭০৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৫ হাজার ১৯০ জন।