ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নিবন্ধন উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নিবন্ধন উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নিবন্ধন উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত

ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ নিবন্ধন উপলক্ষে
হালিশহর থানার শোকরানা সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত

সত্য-সুবিচার-মানবতা-অধিকার ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা তথা ইনসানিয়াত বা মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় অঙ্গীকারে, মিথ্যা-অবিচারের কবল থেকে সত্য এবং মানবতার মুক্তি সাধনায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ নিবন্ধন উপলক্ষে হালিশহর থানা শাখা কার্যালয়ে শোকরানা সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দদের অংশ গ্রহণে সংগঠনের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আজিজ মাবরুর এর সভাপতিত্তে ও উনজিলা তাসনিম প্রভার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সালাতু সালাম মাহফিলে আরও উপস্থিত ছিলেন আমির হোসেন, মাওলানা দেলোয়ার আহসান, আশরাফুল আলম, মঈনউদ্দিন(মনি), মোস্তাক রায়হান, সাহফুল ইসলাম, তারেকুর রহমান, ফাতেমা ইফতেখার লিজা, শাহানা আক্তার পারুল, ফাহমিদা ইফতেখার(লুবনা), রোকশানা আক্তার চম্পা প্রমুখ নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ নিবন্ধন উপলক্ষে বক্তাগন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনা তুলে ধরে বলেন ”সব মানুষ ভাই ভাই-মানবতার দুনিয়া চাই”। দুনিয়াব্যাপী বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদি জাতীয়তাবাদের একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতন্ত্রের গ্রাসে রুদ্ধ জীবন ও বিধ্বংস মানবতার মুক্তির একমাত্র পথ সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা এবং সম্পদের মুক্ত প্রবাহের ধারায় মানবিক সাম্যের ভিত্তিতে সর্বজনীন মানবাধিকার রুপরেখা মুক্ত জীবনের অখন্ড প্রাকৃতিক বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত।

বক্তারা বলেন জীবন মানবতাবিরোধী একক ধর্ম, জাতি গোষ্ঠী, শ্রেণী, বর্ণ, গোত্র, মতবাদভিত্তিক তথা গোষ্ঠীভিত্তিক অপরাজনীতিকে না বলুন এবং সবার কল্যাণের, সবার অধিকারের, সবার আত্মমালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানার যে রাষ্ট্র বিশ্ব রাজনীতি তথা জীবনের রুপরেখা খেলাফতে ইনসানিয়াত তথা মানবতাভিত্তিক রাষ্ট্র বিশ্ব গড়ার লক্ষ্যে মানবতার রাজনীতি নিয়ে আসার জন্য সত্যের ইমাম ঈমানের ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াতের সব মানুষের নিরাপদ প্লাটফরম মানবতার রাজনীতির দিকদর্শন খেলাফতে ইনসানিয়াত তথা ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ যোগদানের আহবান জানান।

2 thoughts on “ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নিবন্ধন উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত”

  1. মঈনউদ্দিন

    দুনিয়াব্যাপি দ্বীন-মিল্লাত ও মানবতার মুক্তির জন্য ইনসানিয়াত বিপ্লব ব্যাতিত অদ্বিতীয় বিকল্প কোন পথ নেই।

  2. আমি রাষ্ট্রের প্রজা নয়,
    আমি রাষ্ট্রের মালিক।
    -আল্লামা ইমাম হায়াত,
    (World humanity revolution)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top